প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক স্কুলছাত্রী ধর্ষিতা - ajkerparibartan.com
প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক স্কুলছাত্রী ধর্ষিতা

3:49 pm , October 20, 2025

মা-ছেলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে প্রাইভেট শিক্ষিকার লম্পট ছেলে কর্তৃক স্কুল ছাত্রী (১৭) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার মা খাদিজা বেগম বাদী হয়ে ১৬ অক্টোবর বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ মামলাটির রুজু করে আদালতে পাঠিয়েছেন। কোতোয়ালি মডেল থানার মামলা নং ৪৯ তারিখ ১৭/১০/২৫। মামলার আসামিরা হলেন জিহাদ ও তার মা লুৎফুন নাহার সোহেলী। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে গ্রেফতার করছেন না। নগরীর চৌমাথা এলাকার নবগ্রাম রোডের আর এম স্কুল সংলগ্ন সজিব ম্যানসনে এ ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল সোমবার ধর্ষিতা ওই ছাত্রীর ডি এন এ পরীক্ষা শের -ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ডের ইন্দুর কাঠির নওগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা লুৎফুন নাহার সোহেলী (৪৫) একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (১৭)কে তার বাসায় প্রাইভেট পড়াতো। প্রাইভেট পড়ার সুবাদে শিক্ষিকার বাসা সজিব ম্যানসনে ওই ছাত্রী নিয়মিত আসা-যাওয়া করতো। এরই ধারাবাহিকতায় শিক্ষিকা সোহেলীর লম্পট ছেলে জিহাদ ওরফে সজিবের (২১) কু-নজর পরে ওই ছাত্রীর দিকে। এরপর থেকেই বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাকে উত্ত্যক্ত করে প্রেম নিবেদন করত। এক পর্যায়ে ওই ছাত্রী লম্পট সজিবের প্রেমের ফাঁদে পড়ে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নেয়া হয়। এ সময় সজিব তার ব্যবহৃত মোবাইল ফোনে কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে রাখে। ধারণকৃত ছবি ও ভিডিও দিয়ে তাকে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল করত। চলতি বছরের ২১ মে বিকেল ৪ টার দিকে স্কুল শিক্ষিকা বাসায় না থাকার সুযোগে সজিব ওই ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। এ ধর্ষণের ঘটনা শিক্ষিকা সোহেলী বাসায় এসে জানতে পেরে ছেলেকে কিছু না বলে উল্টো ধর্ষিতা ওই ছাত্রীকে মা-ছেলে মিলে কাউকে কিছু না বলার জন্য নিষেধ করেন এবং কাউকে কিছু বললে তাদের ধারণকৃত ভিডিও ভাইরাল করা সহ মেরে ফেলার হুমকি দেয়। এরপর থেকে ওই শিক্ষিকার সহায়তায় তার ছেলে সজিব তাকে একাধিকবার ধর্ষণ করে। সব শেষ ৮ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ৭ পর্যন্ত শিক্ষিকা সোহেলীর বসত ঘর সজিব ম্যানসনে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। এতে ধর্ষিতা ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে ধর্ষক সজিব তাকে রিক্সা যোগে বাসায় পৌঁছে দেয়। এ সময় ছাত্রীর মা খাদিজা বেগম তার অসুস্থতার কথা জিজ্ঞেস করলে ওই ছাত্রী তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে।
খাদিজা বেগম জানান, আমার মেয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিক্ষিকা সোহেলী জোর করে তার বাসায় অন্যান্য ছাত্রীদের সাথে প্রাইভেট পড়াতে নেয়। আর সেখানেই তার লম্পট ছেলে সজিব কর্তৃক উক্ত শিক্ষিকার সহায়তায় আমার মেয়ে একাধিকবার ধর্ষিতা হয়। এমনকি আমার মেয়েকে তাদের মোবাইল ফোনে ধারনকৃত ভিডিও ভাইরাল করে দেয়া ও মেরে ফেলা সহ এসিড নিক্ষেপের হুমকি দেয়া হয়। আমি এর সুষ্ঠু বিচার আদালতের মাধ্যমে দাবি করছি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতার করার চেষ্টা চলছে। ভিকটিম ছাত্রীকে ডি এন এ পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT