3:48 pm , October 20, 2025

আজকের পরিবর্তন সম্পাদকের শোক
নিজস্ব প্রতিবেদক ॥ এনটিভির ভোলার স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের পরিবর্তনের ভোলা অফিস প্রধান আফজাল হোসেনের মাতা সেতারা বেগম (৮৫) রোববার রাত ৮টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ১১টায় তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ গ্রামে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমার মৃত্যুতে গভীর ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।