বাবুগঞ্জে দুই জেলে আটক ২০ হাজার মিটার জাল ধ্বংস বাবুগঞ্জে দুই জেলে আটক ২০ হাজার মিটার জাল ধ্বংস - ajkerparibartan.com
বাবুগঞ্জে দুই জেলে আটক ২০ হাজার মিটার জাল ধ্বংস

3:03 pm , October 18, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ সরকার ঘোষিত নিষিদ্ধ সময়েও মা ইলিশ শিকার করায় বরিশালের বাবুগঞ্জে দুই জেলেকে আটক ও জরিমানা করেছে প্রশাসন। শনিবার সকালে সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে দুইজন জেলেকে আটক করা হয়। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, এবং সেকেন্ড অফিসার অরবিন্দু বিশ্বাস।
বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন বলেন, নিষিদ্ধ সময়ে মাছ ধরা রোধে আমরা কঠোর অবস্থানে আছি। মা ইলিশ সংরক্ষণে শতভাগ সফলতা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে যারা অবৈধভাবে মাছ শিকার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT