ফেব্রুয়ারিতে নির্বাচন হলে গুপ্ত সংগঠনের সকল অপচেষ্টা বন্ধ হয়ে যাবে -নাসরীন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে গুপ্ত সংগঠনের সকল অপচেষ্টা বন্ধ হয়ে যাবে -নাসরীন - ajkerparibartan.com
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে গুপ্ত সংগঠনের সকল অপচেষ্টা বন্ধ হয়ে যাবে -নাসরীন

3:03 pm , October 18, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ রাষ্ট্র কাঠামো মেরামত এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে বরিশালে নগরীর ২০ নং ওয়ার্ডে লিফলেট বিতরন করা হয়েছে।১৮ অক্টোবর বিকেল ৪ টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা সাইফুল ইসলাম,মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু,সদস্য দুলাল গাজী,নুরুল ইসলাম পনির, ২০ নং ওয়ার্ড বিএনপির ওলিউল্লাহ রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ২২ নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু,শরীফ ফিরোজ,মাকছুদা বেগম, ১৫ নং ওয়ার্ড খালেদুল ইসলাম ইমন, রফিকুল ইসলাম রফিক, রেজাউল ইসলাম কুট্টি, ৬ নং ওয়ার্ডের রফিক সর্দার,শাহীন কলি,২৯ নং ওয়ার্ডের সেলিম মিয়াজি,জহিরুল ইসলাম, শামীম,১৪ নং ওয়ার্ডের রুমোন সিকদার,২১ নং ওয়ার্ড বিএনপি বাচ্চু,সাগর, ১ নং ওয়ার্ডে হাকিম হাওলাদার, ৫ নং ওয়ার্ডের মাসুম মহানগর যুবদলের বেলায়েত হাওলাদার, ছাত্রদল বরিশাল মহানগর শাখার সহসভাপতি আশিক হাওলাদার সহ অসংখ্য নেতাকর্মী সমর্থক রা উপস্থিত ছিলেন
লিফলেট বিতরন শেষে সংক্ষিপ্ত পথসভায় বিএনপির মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নাসরীন বলেন আগামীর রাষ্ট্র বির্নিমান করতে এই ৩১ দফার কোন বিকল্প নেই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সকল গুপ্ত সংগঠনের অপচেষ্টা এমনিতেই বন্ধ হয়ে যাবে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সাথে সকলকে ধানের শীষের প্রার্থী যে হবে তার জন্য কাজ করার আহবান জানান নাসরিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT