3:22 pm , January 12, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জ উপজেলার বকশিরচর ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আব্দুস সালাম মাঝি।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির অনুমোদন প্রদান করা হয়। গত ৭ জানুয়ারি বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর সালেহ আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মাদরাসা সুপার মাওলানা আব্দুল হাকিম কে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন-দাতা সদস্য অছিউর রহমান ত্বহা, সাধারণ সদস্য মো. কামাল হোসেন, মো. খলিলুর রহমান, মো. আবুল কবিরাজ, মো. সাখাওয়াত হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আফরোজা, সাধারণ শিক্ষক সদস্য মো. সোহেল হাওলাদার ও মো. নজরুল ইসলাম, এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোসা. খালিদা খানম।
