3:20 pm , January 12, 2026
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
জাতীয় শিক্ষা সপ্তাহে বরিশাল জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ উপজেলার জীবন সিংহ ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্চিতা কর্মকার।
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় সোমবার তিনি এই গৌরব অর্জন করেন। জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরির শর্ত পূরণ করে তিনি বরিশাল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি বাকেরগঞ্জ জীবন সিংহ ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক নির্মলেন্দু কর্মকারের বড় কন্যা। ইতিপূর্বে তিনি উপজেলা পর্যায়ে বাকেরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সঞ্চিতা কর্মকার ১৯৯২ সালে এসএসসি পরীক্ষায় বাকেরগঞ্জ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে (১০ টি বিষয়ে লেটারসহ) প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৯৪ সালে সরকারি বাকেরগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে, ১৯৯৭ সালে বরিশাল বিএম কলেজ থেকে স্নাতক (সম্মান) গনিত বিষয়ে প্রথম শ্রেণিতে এবং একই কলেজ থেকে ২০০০ সালে গনিত বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হন।
সঞ্চিতা কর্মকার বর্তমানে বাকেরগঞ্জ জীবন সিংহ ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে কর্মরত রয়েছেন। গল্প ও কবিতা লেখার পাশাপাশি তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ২০১৬, ২০১৯ ও ২০২২ সালে তিনবার বাকেরগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
শ্রেষ্ঠ জেলা শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সঞ্চিতা কর্মকার বলেন , ‘আমি চাই, প্রতিটি ছাত্রছাত্রী কঠোর অধ্যবসায় আর শ্রম বিনিয়োগ করে মানুষের মত মানুষ হবে। একদিন না একদিন সফলতা তাকে ধরা দিবেই। আমাদের সমাজে এভাবে প্রতিজন শিক্ষার্থী যদি তার নিজের অবস্থান থেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করে যায় ও স্বপ্ন দেখে, তাহলে একটি সুখি আর সমৃদ্ধ বাংলাদেশ গঠন অনেকাংশে সহজ হবে।
