3:23 pm , January 10, 2026
মুলাদী প্রতিবেদক ॥
হত্যা মামলার আসামিদের দুই বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুলাদী ও মেহেন্দীগঞ্জের সীমান্তবর্তী পশ্চিম রতনপুর গ্রামের মাছুম সিকদার ও রাজ্জাক সরদারের বাড়ীতে এই ঘটনা ঘটে। এতে দুই বাড়ির দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। মাছুম সিকদার ও রাজ্জাক সরদার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের কৃষক বাবুল ব্যাপারী (৫০) হত্যা মামলার আসামি। তারা গত ৭ জানুয়ারি জামিনে ছাড়া পেয়েছেন।
পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যাওয়ায় পরে দুর্বৃত্তরা ঘর পুড়িয়ে দেয় বলে দাবি করেছেন রাজ্জাক সরদার। আগুনে পুড়ে দুই পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হাসান দুটি ঘর পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় মাছুম সিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কাজীরহাট থানায় একটি মামলা করেছেন।
পশ্চিম রতনপুর গ্রামের রাজ্জাক সরদার জানান, গত শুক্রবার বিকেলে পরিবারের লোকজন নিয়ে শ^শুর বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশীরা বাড়িতে আগুন দেখে বিষয়টি মোবাইল ফোনে তাকে জানায় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাতেই বাড়িতে ফিরে দেখতে পান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শত্রুতার জেরধরে প্রতিপক্ষের লোকজন ঘর পুড়িয়ে থাকতে পারে বলে দাবি করেন রাজ্জাক সরদার। আগুনে ঘরের আসবাবপত্র ও মালামালসহ প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাছুম সিকদার বলেন, শুক্রবার স্ত্রী ও সন্তান বেড়াতে যাওয়ায় তিনি পাশর্^বর্তী বাজারে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে খবর পান তার ঘর আগুনে পুড়ছে। পরে দ্রুত বাড়ি ফিরে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। ধার করে আনা নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, বসতঘরে আগুনের ঘটনায় পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মাছুম সিকদার বাদী হয়ে একটি মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ১০ সেপ্টেম্বর বিকেলে চরের জমিতে ঘের দেখতে যান বাবুল ব্যাপারী। ওই দিন বিকেল ৩টার দিকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বাবুল ব্যাপারী, তার ভাতিজা আলিম ব্যাপারী ও আত্মীয় রেশমা বেগমকে কুপিয়ে জখম করে। পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাবুল ব্যাপারী। ওই ঘটনায় বাবুল ব্যাপারীর বড় ভাই জলিল ব্যাপারী বাদী হয়ে প্রতিপক্ষ করিম মল্লিক, রাজ্জাক সরদার, মাছুম সিকদারসহ ২৭জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন। মামলায় রাজ্জাক সরদার ও মাছুম সিকদার দীর্ঘদিন কারাগারে থাকার পরে গত ৭ জানুয়ারি জামিনে ছাড়া পান।
