3:22 pm , January 10, 2026
গৌরনদী প্রতিবেদক ॥
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আজ থেকে শত বছর পরেও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের মানুষের হৃদয়ের মনি কোঠায় থেকে যাবে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে স্থান পাবে। জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী। একজন সাধারণ গৃহবধূ থেকে রাজপথের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন দেশের গণতন্ত্রের মা।মৃত্যুর পরে তিনি স্বীকৃতি পেয়েছেন দেশের সাধারণ জনগণের মা হিসেবে। দৃঢচেতা নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার আমাদের হারানো গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বিগত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার স্মরণে শনিবার বিকেল ৩টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌরনদীবাসী ওই নাগরিক শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ,গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মন্টু, গৌরনদী উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাসলিমা আক্তার, নাগরিক সমাজের প্রতিনিধি মাওলানা আব্দুল বাতেন নোমান,বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষ, গৌরনদী ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার লিটন গোমেজ, বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার আহবায়ক তপন কুমার রায়, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান,আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সালমা বেগম।
শোকসভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন পৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
