3:27 pm , October 18, 2025

বরিশালে বললেন সিইসি
নিজস্ব প্রতিবেদক ॥ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সবধরনের চ্যালেঞ্জ হাসিমুখে মোকাবিলা করে জাতিকে একটি স্বচ্ছ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেব। জাতির প্রতি প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ও কমিশনের শপথ অনুযায়ী নির্বাচনের জন্য করণীয় সবই করবো।
তিনি শনিবার বরিশাল সার্কিট হাউজে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতের মত কোন নির্বাচন আর হবে না। সরকারি কোন সংস্থা ও রাজনৈতিক দল নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ পাবে না। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জাতির আকাঙ্খা পূরণের নির্দেশনা দিয়েছি। সকলের সহযোগিতায় কমিশন ঐতিহাসিক ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিবে।
এনসিপির শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে এনসিপি। কিন্তু তাদের চাওয়া শাপলা প্রতীক ইসির সংশ্লিষ্ট বিধিমালায় নেই। কোনো দল যদি নিবন্ধন পায় আমাদের যে নির্ধারিত প্রতীক আছে, সেখান থেকে একটা নিতে হয়। এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই, তাই দিতে পারিনি।
নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচনের সকল প্রস্তুতি কমিশন নিয়ে রেখেছে। সে হিসেবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, দেশের জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা যে প্রচার প্রচারণা চালিয়েছি এবং ভোটারদের যেভাবে আশ্বস্ত করেছি তাতে নিষিদ্ধ ঘোষিত কোন দলের নির্বাচনে অংশ না নেওয়া বা তাদের সমর্থকদের ভোট না দেওয়ায় নির্বাচনে কোন প্রকার প্রভাব পড়বে না। এসময় তিনি নির্বাচনকালীন যেকোন ধরনের গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র?্যাব, আনসারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।