কাউখালীতে থামছে না মা ইলিশ নিধন কাউখালীতে থামছে না মা ইলিশ নিধন - ajkerparibartan.com
কাউখালীতে থামছে না মা ইলিশ নিধন

3:04 pm , October 18, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে ধামছে না মা ইলিশ নিধন। কর্তৃপক্ষের দায়সারা অভিযানের ফলে মা ইলিশ নিধন বন্ধ হচ্ছেনা। উপজেলার সন্ধা, কঁচা, কালীগঙ্গা, চিরাপাড়া, গাবখান সহ বিভিন্ন নদী ও শাখা-প্রশাখায় জেলেরা নিষিদ্ধ সময় অবৈধভাবে জাল দিয়ে নির্বিচারে মাছ নিধন করে যাচ্ছে। উপজেলা প্রশাসন ও মৎস কর্মকর্তা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছে। এরপরেও উপজেলার চিরাপাড়া, বেকুটিয়া, মেঘপাল, হরিনধারা জোলাগাতি, ফলোইবুনিয়া, গাজীরহুলা, শিয়ালকাঠি, পাঙ্গাসিয়া,বাদামতলা, গন্তব্য, সয়না ,সুবিদপুর, আমরাজুড়ি, আশোয়া, গোপালপুর সহ বিভিন্ন এলাকায় রাতে কিংবা অতি ভোরে অবৈধভাবে ধরা মাছ গ্রামে গ্রামে বিক্রি করছে এক অসাধু ব্যবসায়ীরা। কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, অফিসে জনবল সংকট রয়েছে। এ পর্যন্ত প্রায় ৬০ হাজার মিটার সুতার জাল ও ৪টি মাছ ধরার নৌকা ধ্বংস করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযানে আটক ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT