3:51 pm , October 13, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে আখি আক্তার হত্যার বিচার ও আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাবা-মা ও স্বজনরা। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মুলাদী প্রেসক্লাবে তারা সংবাদ সম্মেলন করেন। মামলার ২৪দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামি গ্রেপ্তার না করায় সংবাদ সম্মেলন করে ন্যায় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।
নিহত গৃহবধূ আখি আক্তার উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের আলমগীর হোসেন ব্যাপারীর মেয়ে। কয়েক বছর আগে চরকালেখান ইউনিয়নের ডাক্তার বাজার এলাকার আলতাফ দেওয়ানের ছেলে মালয়েশিয়া প্রবাসী সোহাগ দেওয়ানের সঙ্গে তার বিয়ে হয়। স্বজনদের দাবি, গত ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে শ্বশুর, শাশুড়ি, দেবর-ননদের নির্যাতনে অসুস্থ হয়ে বিকেলে হাসপাতালে মারা যান আখি। ওই ঘটনায় গত ২০ সেপ্টেম্বর আলমগীর ব্যাপারী বাদী হয়ে আখির শ্বশুর আলতাফ দেওয়ান (৬০), শাশুড়ি নিলুফা বেগম (৫০), দেবর সুলায়মান দেওয়ান (২০), ননদ রুনা আক্তার (৩৩) ও নাছিমা বেগমকে (৩৫) আসামি করে মুলাদী থানায় মামলা করেন।
সংবাদ সম্মেলনে আখির মা নিপু বেগম বলেন, মামলার ২৪ দিনেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনার কোনো তদন্ত কিংবা আসামি গ্রেপ্তার করেনি। মেয়েকে হত্যার বিচার আদৌ হবে কিনা এনিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
আখির বাবা আলমগীর ব্যাপারী বলেন, বিয়ের পর থেকে আখির শ্বশুর শাশুড়ি ও ননদেরা যৌতুকের দাবিতে নির্যাতন করতো। আখির স্বামী প্রবাসে থাকায় কেউ প্রতিবাদ করতো না। গত ১৬ সেপ্টেম্বর দুপুরে নির্যাতনে আখি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে কাউকে না জানিয়ে তারা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৬টার দিকে আখি মারা যায়। শরীরের বিভিন্নস্থানে আঘাত থাকায় ৫জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। আসামি গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।