3:49 pm , October 13, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে মানব পাচারের দায়ে দুবাই প্রবাসীকে সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ এ রায় দেন।
দন্ডিত হালান শরীফ (২৭) বরিশালের গৌরনদী উপজেলার বানিয়াশুরী গ্রামের মৃত কাদের শরীফের ছেলে। মামলার পূর্ব থেকে সে দুবাইতে রয়েছে। তার অনুপস্থিতিতেই মামলার রায় দেয়া হয়েছে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, ভালো চাকুরি প্রলোভন দিয়ে বানিয়াশুরি গ্রামের হাসান বেপারীসহ তিনজনকে ট্যুরিষ্ট ভিসায় দন্ডিত হালান শরীফ দুবাই নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তিনজনকে মানব পাচার চক্রের হাতে তুলে দেয়। তারা তিনজনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এক পর্যায়ে দেশে ফেরত পাঠানোর জন্য ৬ লাখ টাকা দাবি করে। তখন হাসান শরীফ পালিয়ে পুলিশের কাছে ধরা দেয়। পুলিশ তাকে দূতাবাসের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে। এ ঘটনায় ২০২৩ সালের ২৩ এপ্রিল হাসান শরীফের স্ত্রী বাদী হয়ে তিনজনকে আসামী করে ট্রাইব্যুনালে মামলা করে। আদালতের নির্দেশে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন তিনজনকে অভিযুক্ত করে একই বছরের ২৩ অক্টোবর আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৯ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দেন। রায়ে হালানকে করা জরিমানার ৫০ হাজার টাকা হাসান শরীফকে দেয়ার নির্দেশ দিয়েছেন। অপর আসামীকে খালাস দিয়েছেন।