আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলার মাটিতেই হবে : শামীম সাঈদী আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলার মাটিতেই হবে : শামীম সাঈদী - ajkerparibartan.com
আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলার মাটিতেই হবে : শামীম সাঈদী

4:11 pm , September 12, 2025

কাউখালী প্রতিবেদক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালি সদর ইউনিয়ন শাখার আয়োজনে, কাউখালী সদর ইউনিয়ন ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন স্থানীয় ইসলামি কমপ্লেক্সে  হলরুমে অনুষ্ঠিত হয়।
কাউখালি সদর ইউনিয়ন জামাতের আমীর টিএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা সিদ্দিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, কাউখালি উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই।
চোরেরা ভোট চুরি করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। কিন্তু চোরেরা স্থায়ী হয় না। চোরেরা পালিয়ে যায়। দিল্লির চোর দিল্লি পালিয়ে গেছে। চোরেরা যাওয়ার আগে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। সাঈদী হত্যার বিচার বাংলার মাটিতেই হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT