4:18 pm , September 11, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ দুবাইতে ভালো চাকরি দেওয়ার কথা বলে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে ৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার বরিশালের মানবপাচার অপরাধ দমন আদালতে মামলা করলে বিচারক সোহেল আহমেদ মামলাটি আমলে নিয়ে ওই নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : গৌরনদীর কুন্দিহার গ্রামের শাহপরান, রুবেল ইসলাম, হনু, হবি, ও লাবনী আক্তার। এদের সবার বাড়ি নীলফামারীর ৮ নম্বর ওয়ার্ডে। বানারীপাড়ার বাসিন্দা জামাল হোসেন এর সাথে আসামিদের সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। দুবাইতে ভালো চাকরি দেওয়ার কথা বলে ২০২৫ সালের ৭ মার্চ ৪ লাখ ৫০ হাজার টাকা নেয়। এরপর চলতি বছরের ২৫ শে মার্চ আসামিরা দেখে দুবাইতে পাঠিয়ে দেয়। দুবাইতে যাওয়ার পর বাদিকে একটি ঘরে আটক রেখে মারধর করে। পরে বাদি জানতে পারে আসামিরা বাদিকে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয়। আসামিরা বাংলাদেশে থাকা অবস্থায় বাদির আত্মীয়-স্বজনের কাছে পুনরায় ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দিতে পারলে বাদি কে হত্যা করা হবে বলে জানায়। এক পর্যায বাদী সুকৌশলে দুবাই পুলিশের সাহায্য নিয়ে বাংলাদেশে ফিরে আসে।
