ভান্ডারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি ভান্ডারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি

4:28 pm , July 5, 2025

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের সৌদি প্রবাসি আল আমিন আকন এর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আল আমিন আকনের স্ত্রী জেসমিন বেগম জানান, আল আমিন দীর্ঘ বছর ধরে বিদেশে আছেন। তার অনুপস্থিতিতে বাড়িতে তিনি এবং তার ছেলে আব্দুল্লাহ ও মেয়ে নুসরাত জহান বসবাস করেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ ৫-৬ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে নগদ ২ লাখ টাকা দুইটি স্মার্ট ফোন, দুটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের আংটিসহ এবং বিদেশি কম্বল লুট করে নিয়ে যায়।  ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  ঘটনার তদন্ত চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT