4:26 pm , July 4, 2025

আফজাল হোসেন, ভোলা ॥ আগামী নির্বাচনে সকল নেতা কর্মীদের প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি দলকে সুসংঘটিত করার জন্য অনুরোধ জানান বোরহানউদ্দিন ও দৌলতখানের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। তিনি আরো বলেন, কোন অনিয়ম করলে ওই নেতার পথ পদবী কেড়ে নেয়া হবে। এমন কোন কাজ করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
গতকাল আসরবাদ বোরহানউদ্দিন উপজেলা মডেল মসজিদে সাবেক পৌর মেয়র ও বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা পৌর বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর বিএনপির সহ-সভাপতি আলী আকবর পিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হাফিজ ইব্রাহিম আরো বলেন, কোন শালিশ বিচার কিংবা এমন কোন কাজ করা যাবে না যাতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়।
আগামী নির্বাচন খুবই কঠিন চ্যালেঞ্জ পূর্ণ হবে। এই নির্বাচনে সকল নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবিরের সঞ্চালনার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, মনজুরুল আলম ফিরোজ, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম। পৌর ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা হারুন অর রশিদ স্মরণ সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ।
পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোঃ সাইদুর রহমান মিলন মিয়ার স্মৃতিচার স্মরণ করেন বোরহানউদ্দিন পৌরবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন বাচ্চু। এছাড়াও স্মরণ সভায় পিতার স্মৃতিচারণ করেন, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান শাওন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এর আগে বাদ জুম্মা বোরহান উদ্দিন পৌর বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান মিলন মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম ও নিজ বাড়ির মসজিদে মিলাদ মাহফিলে অংশ গ্রহণের পর মরহুমের কবর জিয়ারত করেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।