4:26 pm , July 4, 2025

মো: জিয়াউদ্দিন বাবু ॥ গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির ৯৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন বরিশালের দ্রুত বিচার আদালত। ২৫ জনকে নামধারি ও ৭০ জনকে অজ্ঞাতনামা করে মোট ৯৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত বিচার আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার ওই আদালতের বিচারক এ নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল জলিল। এ ছাড়া গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খানের নামও রয়েছে মামলায়।
গত ৩১ মে বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি মডেল থানা মামলা গ্রহণ না করায় আদালতে অভিযোগ দেয় জাপা। এর পরিপ্রেক্ষিতে মামলাটি এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন আদালত।
জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক (আইনজীবী) আব্দুল জলিল জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ডলি আদালতের আদেশের পত্র গ্রহণ করেছেন। মামলার বাদি হলেন: বরিশাল রিফিউজি কলোনির বাসিন্দা আল আমিন হাওলাদার। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন- গণধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, গণঅধিকারের জেলা সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি, ছাত্র ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক এ কে এম মাইনুল হক, মাইদুল মাহমুদুল রহমান, মোহাম্মদ তারিকুল ইসলাম রফিকুল ইসলাম রাসেল, মোহাম্মদ মিরাজ সরদার, রফিকুল ইসলাম সাগর, রোকনুজ্জামান, শফিকুল ইসলাম সাগর আব্দুল্লাহ আল সুজন, মিরাজুল ইসলাম, খান সাইফুল্লাহ, মাসুদুর রহমান, ইমরান শিকদার, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির,রাসেল, রাজিব সহ ৯৫। মামলায় বাদী উল্লেখ করেন- বরিশালে জাতীয় পার্টির মিছিল চলাকালীন আসামিরা মিছিলের উপর হামলা চালায়। এসময় আসামিরা জাতীয় পার্টি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে তাদের আহত করে।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, জাপার মামলা সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাব।
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।