4:24 pm , July 4, 2025

আরিফুর রহমান, ববি প্রতিবেদক ॥ বাংলাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক সরকারি নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)। প্রশাসন, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কাস্টমস, পররাষ্ট্রসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরীক্ষার আয়োজন করে থাকে। সম্প্রতি পিএসসি কর্তৃক প্রকাশিত ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলে সারাদেশে মোট ১ হাজার ৬৯০ জন প্রার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এরমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৮ জন শিক্ষার্থী।
সুপারিশপ্রাপ্ত ১৮ জনের মধ্যে রয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, ইভান ইসলাম শান্ত, আল-আমিন, মেহেদি হাসান আকাশ, সাঈদ উদ্দিন খান এবং মালিহা বুশরা শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন শিক্ষা ক্যাডার এবং জান্নাতুল মাওয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রসায়ন বিভাগের অরিন্দম দুর্জয় ও অরিন্দম কর্মকার এবং মার্কেটিং বিভাগের মো. সোহান ও গোলাম রব্বানী শাওন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া ইংরেজি বিভাগের সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নোমান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মশিউর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. সৈকত শিক্ষা ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছেন। পদার্থবিজ্ঞান বিভাগের মো. আসাদুজ্জামান কারিগরি শিক্ষা (ইন্সট্রাক্টর পদার্থ) এবং কম্পিউটার সায়েন্স এ- ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফ নিয়াজ ফ্যামিলি প্লানিং ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছেন।
৪৪তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মশিউর আলম বলেন, ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাস – এই তিনটি থাকলে সফলতা অবশ্যই আসবে। আমি চতুর্থ বর্ষ থেকেই বিসিএসের প্রস্তুতি শুরু করি। তবে করোনাকাল আমার প্রস্তুতিতে গতি আনে। ৪১তম বিসিএস ছিল আমার প্রথম, যেখানে নন-ক্যাডারে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। এরপর ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে স্বপ্নপূরণের পথে আরেক ধাপ এগিয়ে যাই।
নতুনদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বিসিএস দিতে চায়, তাদের প্রথমেই ধৈর্যশীল হতে হবে। হতাশা আসবে, সংশয় তৈরি হবে। এই সময় সৃষ্টিকর্তার ওপর ভরসা ও ইবাদত আপনাকে মানসিকভাবে দৃঢ় রাখবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এর আগে ৩৮তম বিসিএসে ১ জন, ৪০তম বিসিএসে ৪ জন, ৪১ এ ৯ জন, ৪৩তম বিসিএস এ ১৪ জন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সুপারিপ্রাপ্ত হয়েছিলেন।