4:00 pm , July 4, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গর্ভবতী নারীসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় আহত আফরোজা আক্তার বাদী হয়ে একই গ্রামের তরিকুল ইসলাম, আকলিমা, ইউসুফ দুয়ারি, সরোয়ার দুয়ারি, মুন্নি কে আসামী করে থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের মোতাহার হোসাইন মাঝির পরিবারের সাথে একই গ্রামের লুৎফর মাঝির পরিবারের মধ্যে বিরোধ রয়েছে।
এর জের ধরে গত ৩ জুলাই বৃহস্পতিবার রাতে বাদী আফরোজা আক্তারের ঘরের উত্তর পাশে চলাচলের রাস্তার মাটি জোর পূর্বক লুৎফর রহমানের ছেলে তারিকুল ইসলাম কেটে নিয়ে তাদের জায়গা ভরাট করে। এ সময়আফরোজা আক্তার এর মা হালিমা বেগম বাধা প্রদান করলে তারিকুল ও আকলিমা বেগম ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। আফরোজা আক্তার তার মা হালিমা বেগমকে উদ্ধারে এগিয়ে আসলে প্রতিপক্ষ তারিকুল গর্ভবতী আফরোজা আক্তারকেও মারধর করে।
হামলায় আরো যারা আহত হয়েছেন তারা হলেন-আফরোজা আক্তারের মামাতো ভাই প্রতিবেশী সাকিব উদ্ধারে এগিয়ে আসলে ইউসুফ দুয়ারী তাকে কুপিয়ে জখম করে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।