4:02 pm , July 3, 2025

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামের নুরু মেম্বারের বাড়ির সামনে জোলাগাতি খালের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত মানুষ। সাঁকো পার হয়ে ভান্ডারিয়া ও কাউখালীর তিনটি বাজার, দুইটি মাদ্রাসা, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। রোগী থাকলে তাদের দুর্ভোগের শেষ থাকে না। এলাকার শিশু ও বৃদ্ধরা এই সেতুর উপর উঠতে না পেরে অনেক দূর ঘুরে এসে তাদের গন্তব্যে যাওয়া-আসা করে।
স্থানীয় মিরাজ মীর জানান, এই সাকোটি ৫০-৬০ বছর আগে এলাকাবাসী তাদের যাতায়াতের সুবিধার জন্য নির্মাণ করেন। সরকারিভাবে কোন সহযোগিতা পাইনি। মাদ্রাসা শিক্ষার্থী সাথী আক্তার ও স্কুলছাত্র আবু বকর জানান, জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। এলাকার হাফেজ মোহাম্মদ হোসাইন বলেন, অভিভাবকরা সবসময় আতংকে থাকেন।
শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, সাকোটি অনেক বড়। আমাদের পরিষদে এত বড় সাকো মেরামতের কোন বাজেট নেই। সাকোটি খুবই ঝুঁকিপূর্ণ।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আপনাদের মাধ্যমে ওই ঝুঁকিপূর্ণ বাঁশের সাকোর অবস্থা জানতে পেরেছি। সরকারি বরাদ্দ ছাড়া নির্মাণ করা সম্ভব না। সরকারি বরাদ্দ পেলে একটি পুলের ব্যবস্থা গ্রহণ করা হবে।