3:57 pm , July 3, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর লাকুটিয়া সড়কের সাধুর বটতলা এলাকায় ভয়াবহ অগ্নিকা-ে দুটি দোকান ও দুটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে একজন প্রতিবন্ধী ব্যক্তি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রফিক হাওলাদারের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের শহিদুল ইসলামের চায়ের দোকান ও দুটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক লিটন আহম্মেদ জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাম্পিং করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং একটি বসতবাড়ি থেকে আহত অবস্থায় এক প্রতিবন্ধীকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চায়ের দোকানদার শহিদুল ইসলাম জানান, তেলের দোকানে আগুন লাগার পর তিনি নিজে পানি দিয়ে নেভানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে যায়।
শহিদুল ইসলামের স্ত্রী জানান, আগুনে তাঁদের দোকান ও ঘরের প্রায় ১০ লাখ টাকার মালামাল, এমনকি মেয়ের বিয়ের জন্য কেনা আসবাবপত্রও পুড়ে গেছে।
তেলের দোকানদার রফিক হাওলাদারের ভাই পারভেজ হাওলাদার জানান, ড্রাম থেকে তেল তোলার সময় মোটরে আগুন ধরে যায় এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ঘটনায় তাঁর ভাইও আহত হয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপপরিদর্শক আবদুল আউয়াল জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন।
এদিকে বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের বিএনপির পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন।