4:44 pm , July 2, 2025

ইকড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন-সম্পাদক মাইনুল
পিরোজপুর প্রতিবেদক ॥ ভা-ারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইকড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসার দুলাল মোল্লার সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম। বিশেষে অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। সম্মেলন এর উদ্বোধন করেন ভা-ারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ আহাসানুল কবির লিন, এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন আকন, পৌর বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, আবুল কালাম আজাদ, রুহুল আমিন মুন্সী,টিএম মনোয়ার হোসেন পলাশ।
সম্মেলনের কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মিলন খলিফাকে সভাপতি, মাইনুল হাওলাদার কে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইকড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।
আগামী ৩ ও ৪ জুলাই উপজেলার বাকি ইউনিয়ন, পৌরসভা এবং ৬ জুলাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে ।