4:43 pm , July 2, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার উদ্যোগে জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পুঙ্গুত্ববরণকারী ভাইদের স্মরণে দুস্থ এবং ইয়াতিমদের নিয়ে দোয়া অনুষ্ঠান ও খাবারের আয়োজন সম্পন্ন হয়েছে। বুধবার এয়ারপোর্ট থানার আওতাধীন ২৮ নং ওয়ার্ডের কাশিপুর নেছারিয়া দারুল উলুম এতিমখানা মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, হাজারো শহীদের রক্তে এই দেশ আবারও মুক্তি পেয়েছে। ছাত্র-জনতার এ আন্দোলনে মসজিদ-মাদ্রাসা, বিভিন্ন মার্কাজের আলেম-ওলামাসহ সকল শ্রেণী পেশার মানুষের ভূমিকা ছিল অতুলনীয়। এই স্বাধীনতার সুখ ধরে রাখার জন্য দল-মত নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এয়ারপোর্ট থানা আমীর মাহফুজুর রহমান আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বাবুগঞ্জ উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, এয়ারপোর্ট থানার রাজনৈতিক বিষয়ক সম্পাদক মীর মাহবুবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক শাহজালাল, ২৯ নং ওয়ার্ড যুব ইউনিট সভাপতি হাসিবুর রহমান অনিক ও ইসলামী ছাত্রশিবিরের এয়ারপোর্ট থানার সভাপতি আল মঈন প্রমুখ।