4:41 pm , July 2, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বুধবার বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির এনেক্স ভবনে মহানগর দায়রা জজ মীর মোহাম্মদ এমতাজুল হক কে বরণ এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন এর বিদায় উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন। জেলা আইনজীবী সমিতিরসভাপতি সাইদুর রহমান লিংকন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মীর্জা রিয়াজ হোসেন।