4:37 pm , July 2, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, ৫ই আগস্ট এর পরে অত্যন্ত ধৈর্য্য ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় ইতিহাস এই পুলিশ বাহিনীকে মনে রাখবে। তিনি আগামী জাতীয় নির্বাচনে সকল পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। পুলিশ সদস্যদের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, ছুটিতে যাওয়ার সময় মোটরসাইকেল ব্যবহার করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও আপলোড করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন।
গতকাল বেলা ১১টায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বরিশাল পৌছলে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে মেট্রপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। দুপুর ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভার শুরুতেই জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
বিশেষ কল্যাণ সভায় আইজিপি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে ঝুঁকি ভাতা, আর্থিক সহায়তা, মোটরসাইকেল ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ, চিকিৎসা, ছুটি, বেতন-রেশনসহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথিকে বিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম ও রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম সম্মাননা স্মারক প্রদান করেন। এর পরেই আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল শেড সংলগ্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন।
বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ লাইন্স গ্রাটিটিউট হলে বরিশাল বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বরিশালে সফরকালে আইজিপিবরিশাল মেট্রোপলিটন পুলিশ, ১০ এপিবিএন, বিভাগীয় পুলিশ হাসপাতাল, জেলা পুলিশ, আর আর এফ ইউনিট পরিদর্শন করেন।