4:52 pm , July 1, 2025

বিশেষ প্রতিবেদক ॥ আগামি সপ্তাহে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে। বরিশালে এবার এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৮৮ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী। বিভাগের ৬টি জেলার মোট ১৯৬টি কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্টিত হয়। সর্বকালের সবচেয়ে বেশি কড়াকড়িভাবে অনুষ্ঠিত এ পরীক্ষায় এবারে সমানে শিক্ষার্থি ও শিক্ষক বহিষ্কার হয়েছেন। খোদ বোর্ড চেয়ারম্যান গিয়ে হাজির হয়েছেন ৮৭ টি পরীক্ষা কেন্দ্রে। ২৬ জুন থেকে বরিশাল শিক্ষাবোর্ডর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবছর নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৫৫০ জন। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ৮৯ জন, অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ৭৩৮৬ জন। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩৪৯টি কলেজের মোট ১৪৪ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারেও শুরুর দিন থেকে কেন্দ্রে হাজির হচ্ছেন বোর্ড চেয়ারম্যান। এছাড়া রয়েছে ভিজিলেন্স টিম। মোট কথা এবারে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকি বরিশালের পরীক্ষার হল থেকে নকল বিদায় করে ছেড়েছেন।
বোর্ড সংস্লিষ্ট সূত্র বলেছে এবারে বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসির ফলাফল হবে শিক্ষার্থিবান্ধব। অভিযোগ আছে যে আগে পরীক্ষার ফলাফলের পূর্বে বোর্ড থেকে শিক্ষার্থিদের নম্বর বাড়িয়ে দেয়ার জন্য পরীক্ষকদের নির্দেশ দেয়া হতো। এতে করে পাশের হার ও জিপিএ-৫ বাড়তো। অন্য বোর্ডের চেয়ে বরিশালের ফলাফল ভালো হতো। কিন্তু এবারে পরীক্ষার খাতায় পরীক্ষার্থিরা যা লিখেছে ঠিক সেই নম্বরটুকু পাবে। কোন গ্রেজ নম্বর দেয়া হবে না। এতে পাশের হার আর জিপিএ-৫ যা হবার তা-ই হবে। এ অবস্থায় ধারনা করা হচ্ছে এবার থেকেই বরিশাল শিক্ষাবোর্ডে প্রকৃত ফলাফল প্রকাশ হবে। সরকারের পক্ষ থেকেও প্রকৃত ফলাফলের উপর জোর দেয়া হয়েছে।
এ ব্যাপারে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকি বলেন, আমাদের শিক্ষা দরকার। জিপিএ-৫ না পেয়েও সন্তানরা মেধাবী হতে পারে। এবারে আমরা প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে নকল বিদায় করেছি, আগামীতে নকল নির্মূল হবে।