4:51 pm , July 1, 2025

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন গুরুতর জখম হয়েছেন। সোমবার দিবাগত রাতে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় শেবাচিমে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-স্থানীয় ধানীসাফা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মো. সজিব হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি কর্মী ছগির হোসেন, সাবেক পৌর ছাত্রদল নেতা ইশতিহাক আহম্মেদ মিশাত, গুলিসাখালী ইউনিয়ন বিএনপি কর্মী সোহাগ তালুকদার ও টিকিকাটা ইউনিয়ন বিএনপি কর্মী ইউসুফ খান।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিএনপির কমিটি গঠনে বিভিন্ন ওয়ার্ডের ৫০০ সদস্য আবেদন ফরম পুন:সংযোজন-বিয়োজনের বাছাই প্রক্রিয়া চলছিলো। শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত ওই বাছাই কর্মসূচি চলাকালে দলের কয়েকজন ছাত্রদল ও বিএনপি কর্মীর মধ্যে বিরোধ দেখা দিলে কথার কাটাকাটি হয়। একপর্যায় দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে দুই ছাত্রদল নেতাসহ ৬ বিএনপি কর্মী আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দলীয় নেতারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে পৌর বিএনপির আহবায়ক হুমায়ন কবীর বলেন, ওয়ার্ড সম্মেলন শেষে সদস্য ফরম যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এরমধ্যে কিছু সদস্য ফরম নিয়ে দলীয় মতবিরোধ হলে পুনরায় যাচাই-বাছাই চলছিলো । এ নিয়ে কিছু নেতা-কর্মীদের মধ্যে পুনরায় মতবিরোধ দেখা দেয় এবং মারামারি ঘটনা ঘটে। এক পর্যায় স্থানীয় ধানীসাফা ইউনিয়ন ছাত্রদলের এক নেতা মারধরের শিকার হলে দুই পক্ষে সংঘর্ষ হয় । এতে অন্তত ৬ নেতাকর্মী আহত হয়। পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ঘটনা নিবৃত্ত করেন। বিষয়টি দলীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল হালিম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনও পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।