মুলাদীতে আধিপত্য বিস্তার নিয়ে ককটেল বিস্ফোরণ ॥ পাল্টা-পাল্টি অভিযোগ মুলাদীতে আধিপত্য বিস্তার নিয়ে ককটেল বিস্ফোরণ ॥ পাল্টা-পাল্টি অভিযোগ - ajkerparibartan.com
মুলাদীতে আধিপত্য বিস্তার নিয়ে ককটেল বিস্ফোরণ ॥ পাল্টা-পাল্টি অভিযোগ

4:15 pm , June 30, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে আধিপত্য বিস্তার করতে দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের হাবিব সরদারের বাড়িতে দুটি ককটেল বিস্ফোরণ হয়। চরকমিশনার গ্রামের  রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও তার লোকজন আতঙ্ক সৃষ্টি করতে বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করেন বলে দাবি করেছেন হাবিব সরদারের ছেলে আনোয়ার সরদার। অপরদিকে আব্বাস হাওলাদারের দাবি, হত্যা মামলাকে ভিন্নখাতে নিতে জামিনে থাকা আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এঘটনায় আনোয়ার সরদার বাদী হয়ে মুলাদী থানায় একটি অভিযোগ করেছেন।
আনোয়ার সরদার জানান, কয়েকদিন ধরে আব্বাস হাওলাদার ও তার লোকজন এলাকায় মোটরসাইকেল শোডাউন, বিভিন্নজনকে হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন। এতে প্রতিবাদ করলে গত রোববার দিবাগত রাত পৌনে ১ টার দিকে বাড়ির মধ্যে দুটি ককটেল বিষ্ফোরণ করা হয়। ওই সময় আব্বাস হাওলাদারের লোকজনকে সেখান থেকে দৌঁড়ে যেতে দেখা গেছে।
এ ব্যাপারে আব্বাস হাওলাদার বলেন, ‘আনোয়ার সরদারের ভাই ইকবাল সরদার আমার বাবা আবদুর রব হাওলাদার হত্যা মামলা আসামি। হত্যা মামলা ভিন্নখাতে নিতে আসামি ও তার স্বজনরা ককটেল বিস্ফোরণের নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ করছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT