4:13 pm , June 30, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে গৃহবধুকে অপহরণ করায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মাওলাটি আমলে নিয়ে বিমানবন্দর থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : ঝালকাঠি গাবখান এলাকার মেহেদী হাসান রাব্বি, সৌরভ দেবনাথ, মো: মুন্না। ঝালকাঠির বিল্লাপাড়া এলাকার হেলেনা আক্তার মামলায় উল্লেখ করেন-গত ২৫ শে জুন আমার কন্যা বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলো। পথিমধ্যে কমিশনার অফিসের দক্ষিণ ভূঁইয়া সড়কের উপর আসলে আসামিরা বাদির কন্যাকে অপহরণ করে নিয়ে যায়।