4:12 pm , June 30, 2025

নলছিটি প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে টিসিবির কার্ডধারীদের কাছে ভেজা ও পচা চাল বিক্রি করার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। ক্রেতারা প্রতি কার্ডে ৫ কেজি করে ভেজা চাল কিনে বাড়িতে নিয়ে শুকানোর পর ওজনে পাচ্ছেন ৪ কেজি।
অভিযোগে জানাগেছে, উপজেলার কুলকাঠি ইউনিয়নে বর্তমানে এক হাজার ৫৯৪ জন টিসিবির কার্ডধারী রয়েছেন। জিএম মোর্শেদের সরদার এন্টারপ্রাইজ নামক লাইসেন্সে মাসুদ জোমাদ্দার ও আব্দুল আলিম নামের দুই ব্যক্তি ওই ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করছেন। শনিবার বিক্রির জন্য দুইটি ট্রলি ভর্তি টিসিবির চাল কুলকাঠি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেওয়ার পথে আখরপাড়া নামক স্থানে ব্রিজ পার হওয়ার সময় একটি ট্রলি উল্টে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। ওই ট্রলিতে ১৬৫ বস্তা চাল ছিল। পরে খাল থেকে বস্তাভর্তি ভেজা চাল তুলে বিক্রির স্থানে( ইউপি কার্যালয়ে)নেওয়া হয়। এ সময় কার্ডধারীরা ভেজা চাল নিতে রাজি না হলেও তাদেরকে ওই ভেজা চালই ওজন করে দেওয়া হয়। অবিক্রিত বাকি চাল কুলকাঠি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে রেখে শুকানোর চেষ্টা করা হয়। পরে রোববার ও সোমবারও (২৯ ও ৩০ জুন) কার্ডধারীদের কাছে ওই ভেজা ও দুর্গন্ধযুক্ত পচা চালই বিক্রি করা হয়। এতে ৫ কেজি করে ভেজা চাল কিনে বাড়িতে নিয়ে শুকানোর পর ওজনে ৪ কেজি চাল পান ক্রেতারা। ক্রেতা পাওতা গ্রামের আবুল কালাম জানান, দুইদিন আগে পানিতে পড়ে ভেজা, পচা ও দুর্গন্ধযুক্ত চাল আমাদের কাছে বিক্রি করেছেন টিসিবি ডিলার। যা খাওয়ার মত না। হাঁস-মুরগিকে খাওয়াবো। এখনও সে চাল ঘরেই আছে। তিনি আরও জানান, কুলকাঠি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মধ্যে ভেজা চাল শুকানো হয়। বিক্রির সময় ওই চালে দুর্গন্ধ ছিল।
কুলকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ মল্লিক বলেন, আমি ডিলারদেরকে ওই ভেজা চাল বিক্রি করতে নিষেধ করেছিলাম। কিন্তু তারা সে কথা শোনেননি। দুইদিন ইউনিয়ন পরিষদে রেখে ওই চালই টিসিবির কার্ডধারীদের কাছে বিক্রি করেছেন সাব ডিলার।
টিসিবির সাব ডিলার আব্দুল আলিম বলেন, নিয়মানুযায়ী ওএমএস ডিলারের মাধ্যমে বিক্রয় কেন্দ্রে আমাদের কাছে চাল পৌঁছানোর কথা। কিন্তু তা করা হয়নি। আমরা গোডাউন থেকে চাল নেওয়ার পথে শনিবার ১৬৫ বস্তা চালসহ ট্রলিটি খালে পড়ে যায়। এটি একটি দুর্ঘটনা। তাৎক্ষণিক বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ( ইউএনও ও খাদ্য গুদাম কর্মকর্তাকে জানাই। তারা বলেন, ভেজা চাল গোডাউনে ফেরত পাঠালেতো নষ্ট হয়ে যাবে। তাদের সম্মতিতেই ওই ভেজা চাল কার্ডধারীদের কাছে বিক্রি করা হয়েছে।
নলছিটির ইউএনও নজরুল ইসলাম বলেন, বিস্তারিত জেনে বলতে পারবো। তবে টিসিবির চালসহ একটি গাড়ি খালে পড়েছে শুনেছি।? চাল নাকি ভালো ছিল। চাল ভালো থাকলেতো কোনো সমস্যা হওয়ার কথা না।