দাঁড়িয়ে থাকা ট্রাকের উপর আছড়ে পড়লো আমবোঝাই ট্রাক ॥ নিহত ২ দাঁড়িয়ে থাকা ট্রাকের উপর আছড়ে পড়লো আমবোঝাই ট্রাক ॥ নিহত ২ - ajkerparibartan.com
দাঁড়িয়ে থাকা ট্রাকের উপর আছড়ে পড়লো আমবোঝাই ট্রাক ॥ নিহত ২

4:08 pm , June 30, 2025

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনার বাংলা নামক এলাকায় রোববার দিবাগত রাত ৩টার দাঁড়িয়ে থাকা ট্রাকের উপর আছড়ে পড়ে অপর একটি ট্রাক। এতে ২জন নিহত  হয়েছেন। নিহতরা হলেন-উজিরপুর উপজেলার  মাদারশী গ্রামের ইউপি সদস্য দুলাল হোসেনের ছেলে সবুজ হাওলাদার (৩০) ও অপরজন আম বোঝাই ট্রাকের হেলপার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গিরচর গ্রামের রতনের ছেলে সোহেল (২০)। প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে,  রোববার দিবাগত  রাতে ঢাকা থেকে ছেড়ে আসা টাইলস বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-৮৫৩৬) ট্রাকটি সোনার বাংলা নামক এলাকায় সড়কের উপর দাঁড়িয়ে ছিলো। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী আম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রে ট-২০-০১৮৬Ñ দ্রুত গতিতে  থামিয়ে থাকা ট্রাকটির উপর পড়লে  ঘটনাস্থলেই  আম বোঝাই ট্রাকের হেলপার সোহেল মারা যায়। দুই ট্রাকের  মধ্যে পড়ে পথচারী  সবুজ হাওলাদার  আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে  শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত  ঘোষনা করেন।  গৌরনদী হাইওয়ে থানার এস আই  মো. শরীফ বলেন,  ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের মধ্যে আটকে পরা হেলপারের  মরদেহ উদ্ধার করি। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ২জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT