নগরীর শতাধিক সড়ক, বিপুল সংখ্যক ড্রেন নির্মান ও পুন:নির্মান কাজ শুরুর উদ্যোগ নগরীর শতাধিক সড়ক, বিপুল সংখ্যক ড্রেন নির্মান ও পুন:নির্মান কাজ শুরুর উদ্যোগ - ajkerparibartan.com
নগরীর শতাধিক সড়ক, বিপুল সংখ্যক ড্রেন নির্মান ও পুন:নির্মান কাজ শুরুর উদ্যোগ

4:39 pm , June 29, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন ১৬টি প্যাকেজে শতাধিক সড়ক ও বিপুল সংখ্যক ড্রেন নির্মান ও পুন:নির্মান কাজ শুরুর উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে এ লক্ষ্যে একদফা সময় বর্ধিত করে দরপত্র গ্রহণ সম্পন্নের পরে প্রস্তাবসমূহ মূল্যায়ন কার্যক্রমও শুরু হয়েছে। বড় ধরনের কোন বিপত্তি সৃষ্টি না হলে আগামী আগষ্টের মধ্যে এসব সড়ক ও ড্রেন নির্মান, সংস্কার ও পুন:নির্মানে কার্যাদেশ প্রদানের আশা করছে নগর ভবনের প্রকৌশল বিভাগ। ডিসেম্বরের আগেই পুরো নগরীজুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড শুরু হবে বলে নগর ভবনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। প্রায় ৬০ বর্গ কিলোমিটারের বরিশাল মহানগরীর বিটুমিনাস কার্পেটিং, এইচবিবি, সিসি ও আরসিসি সড়ক ছাড়াও কিছু আধাপাকা ও কাঁচা সড়কের অনেকগুলো নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে আছে দীর্ঘদিন ধরে। ২০১৮ থেকে ২০২৩ সালের নগর পরিষদের সময় সরকারী অর্থের যোগান বন্ধ সহ মেয়রের বিরাগভাজন বিভিন্ন কাউন্সিলরদের ওয়ার্ডগুলোতে অতি জরুরী ও জনগুরুত্বপূর্ণ  সড়ক ও ড্রেন সমূহের মেরামত কাজ বন্ধ ছিল। ফলে দীর্ঘদিনের বঞ্চনায় নগরীর কয়েকটি ওয়ার্ডের মানুষ ন্যূনতম নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিল।
পাশাপাশি অর্থের অভাবও একটি বড় বিষয় ছিল। ২০১৮-২৩ পর্যন্ত একটি মহানগরীর কোন উন্নয়ন প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় করেনি সরকার। ফলে বরিশাল মহানগরীর কাঙ্খিত কোন উন্নতি হয়নি। বেড়েছে জনদুর্ভোগ। তবে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা পরেই প্রায় ৮শ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে একনেক। এর কয়েকদিনের মাথায়ই নতুন মেয়র আবুল খায়ের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্য অনুমোদিত প্রকল্পটির আওতায় নগরীর বেশ কিছু উন্নয়ন কর্মকান্ডের দরপত্র আহবানও করেন। প্রকল্পটি থেকে চলতি অর্থ বছরে ১৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়। যার আওতায় কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে। কিছু চলমানও রয়েছে।
২০২৫-২৬ অর্থ বছরে প্রকল্পটি থেকে প্রায় সাড়ে ৩শ কোটি টাকার ছাড় করতে সরকারের কাছে আবেদন করেছে নগর প্রশাসন। সে লক্ষ্যে ১৬টি প্যাকেজে শতাধিক রাস্তা ও ড্রেন নির্মান, পুন:নির্মান ও সংস্কারের দরপত্র আহবান করা হয়েছে।
তবে ইতোমধ্যে নগরীর মূল অংশের অতি গুরুত্বপূর্ণ কিছু রাস্তা ছাড়া এ নগরীর বেশীরভাগ রাস্তাঘাটের করুণ দশা সাধারন মানুষের দুর্ভোগ বৃদ্ধি করে চলছে। ইতোমধ্যে নগরীর জিয়া সড়কের বাসিন্দারা সড়কটির দ্রুত মেরামত ও চলাচল উপযোগী করতে মানববন্ধন করেছেন। নগরীর অনেক সড়কই এক পসলা বৃষ্টিতে প্লবিত হয়ে যান চলাচল সহ পথচারীদের জন্য চরম দুর্ভোগে ফেলে। ২২ নম্বর ওয়ার্ডের রাজকুমার ঘোষ রোডটিতে গত ১৫ বছরেও  কোন সংস্কারের ছোঁয়া লাগেনি। মাত্র ৩শ মিটার দীর্ঘ এ সড়কটিতে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু পুরো সড়কটির বিটুমিনাস কার্পেটিং উঠে গেছে আরো দশ বছর আগে। ইতোমধ্যে ম্যাকাডমও বিনষ্ট হয়ে মাটি বেরিয়ে এসেছে। সামান্য বৃষ্টিতে সড়কটির মাঝে গর্তগুলো পানিতে সয়লাব হয়ে যাচ্ছে।
নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের সাথে সাবেক মেয়রের সম্পর্কের অবনতির রেশ ধরেই এ ওয়ার্ডটিতে কোন উন্নয়ন দূরের কথা অত্যাবশ্যকীয় নাগরিক সেবা পর্যন্ত ছিল অনুপস্থিত।
তবে অতি সম্প্রতি নগরীর যে শতাধিক রাস্তা উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তারমধ্যে ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক ও রাজকুমার ঘোষ সড়ক দুটিও রয়েছে বলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির জানিয়েছেন। তারমতে, আগামী জুনের মধ্যে বরিশাল মহানগরীর রাস্তাঘাট সহ পয়:নিস্কাশন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT