4:37 pm , June 29, 2025

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া, ধাওয়া, তেলিখালী, ইকড়ি, নদমূলা-শিয়ালকাঠী ও গৌরিপুর ইউনিয়নের অন্তর্গত ওয়ার্ডগুলোর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনি ও রোববার গত দু’দিনে স্ব-স্ব ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রোববার ভিটাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে খান আমীর হোসেন ইকবালের সভাপতিত্বে ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কাউন্সিল এবং রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদ হাওলাদার এর সভাপতিত্বে ধাওয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।পৃথক দুটি কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এবং পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষে অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। ভা-ারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন সম্মেলন এর উদ্বোধন করেন । এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন আকন, পৌর বিএনপির আহবায়ক মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, টিএম মনোয়ার হোসেন পলাশ। প্রতিটি কাউন্সিল উৎসব মুখর পরিবেশে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। তবে পদ বঞ্চিত অথবা ভোটে হেরে যাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছে টান টান উত্তেজনা। আগামী ৪ জুলাই ভা-ারিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।