4:37 pm , June 29, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ সাধারণ জনগণের সমস্যা নিরসনে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
গতকাল রোববার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউনহলের সামনে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের নদী ভাঙ্গন প্রতিরোধে জরুরী পদক্ষেপ গ্রহণের দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পূর্বে সামাবেশ ও প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করণের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় রহমাতুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের লুন্ঠনের কারণে দুর্ভোগ বহুগুন বেড়েছে। কারণ আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত ছিল না এ কারণে জনগণের দুর্ভোগ-সংকট লাঘবে তারা কোন কাজ করেনি। জনগণের ভোটে নির্বাচিত ছিল না বলেই জনগণের দুর্ভোগকে গুরুত্ব দেয়নি ফ্যাসিবাদী এ দল।
তিনি আরও বলেন, তাদের ১৫ বছরের শাসনের মধ্য তারা চেয়েছিল তাদের ক্ষমতাকে এককভাবে পাকাপোক্ত করতে ও এক ব্যক্তিকে দেশের মানুষকে পুজা করতে বাধ্য করা হয়েছিল। অথচ যাকে জোর করে জাতির পিতা বানোনোর চেষ্টা করা হয়েছিল তিনি ও তার দল যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।
শায়েস্তাবাদের মানুষের ভাঙ্গনকবলিত অসহায় মানুষের দুর্দশা বর্ণনা দিয়ে তিনি মানববন্ধনে বলেন, নদী ভাঙ্গনের কারণে ঐ এলাকার এক তৃতীয়াংশ বিলীন হয়ে গেছে।
সেখানকার মানুষ এ নিয়ে তীব্র প্রতিবাদ করলেও সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেনি? এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন।
রহমাতুল্লাহ বলেন, প্রতিবন্ধী স্কুলগুলো নিজেদের অর্থায়নে অনেক কষ্ট করে প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে আসছে। তাদের অবদান অনেক। বিগত আওয়ামী লীগ এই সব প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করেনি। প্রতিবন্ধীদের জন্য এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
এদিকে শায়েস্তাবাদ ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবীদ হেমায়েত হোসেন মুরাদ ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদকে নিয়ে একটি প্রতিনিধি দল নদী ভাঙ্গন রোধে ও প্রতিবন্ধীদের সহায়তায় জেলা প্রশাসকের সাথে দেখা করে প্রধান উপদেষ্টা, পানি সম্পদ উপদেষ্টার এবং শিক্ষা উপদেষ্টার কাছে পৃথক স্মারকলিপি প্রদান করেন।