4:11 pm , June 29, 2025

ইউলেট সভাপতি-শাহীন সম্পাদক
কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪টায় উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রথম অধিবেশনের শুভ উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ। বিশেষ ছিলেন সৈয়দ সাব্বির আহমেদ, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, পিরোজপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য শাহ ইমরান ফারুক, ইউনিয়ন বিএনপির নেতা ইখতিয়ার হোসেন হান্নান, জিয়াউল হক হিরু, শফিকুল ইসলাম হিরন, জাকির হোসেন মিঠু, শাহরিয়ার কামাল গাজী, রফিকুল ইসলাম সাইদুল, সাইদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শাহীন।
দ্বিতীয় অধিবেশনে ৯টি ওয়ার্ডের ৪৫৯জন কাউন্সিলরের মতামতের মাধ্যমে হাফিজুল হক ইউলেট মিয়া সভাপতি, মনিরুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক ও ইউনুছ মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।