4:10 pm , June 29, 2025

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিবেদক ॥ “বাঁচতে হলে জানতে হবে, ডেঙ্গু কীভাবে এড়াতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে ঝালকাঠি পৌরসভা।
রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, পৌরসভার প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র তৌহিদুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় নয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌর এলাকার নয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচার ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই অভিযানে অংশ নিয়েছে ঝালকাঠি সিটি ক্লাব, বিডি ক্লিন, ক্লিন রিভার, ইয়ুথ একশন সোসাইটি, ডিবিডি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও গার্ল ইন রোভারসহ মোট নয়টি সংগঠনের তিন শতাধিক সদস্য।
পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই কর্মসূচি অব্যাহত থাকবে।