4:10 pm , June 29, 2025

মুলাদী প্রতিবেদক ॥ বরিশালের মুলাদীতে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা দেড়টায় মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি করা হয়। আসামিদের গ্রেপ্তার এবং কিশোর গ্যাং এর দৌরাত্ম বন্ধের দাবি করেন মানববন্ধনকারীরা।
এসময় উপস্থিত ছিলেন, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন মোল্লা, মুলাদী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিকসহ মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী ও স্থানীয়রা।
উল্লেখ্য গত ২৫ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগবিতন্ডার জেরে মুলাদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাহাত হোসেন খানকে কুপিয়ে মারাত্মক জখম করে একদল কিশোর। ওই ঘটনায় ২৭জুন রাহাতের মা মোরশেদা বেগম বাদী হয়ে নাফিজ, মিরাজ, ইয়াসিন ও জয়সহ ৭জনকে আসামি করে মুলাদী থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষার্র্থীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।