বরিশালে হিজড়া সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কিক অফ মিটিং বরিশালে হিজড়া সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কিক অফ মিটিং - ajkerparibartan.com
বরিশালে হিজড়া সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কিক অফ মিটিং

4:09 pm , June 29, 2025

পরিবর্তন ডেস্ক ॥ হিজরা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে অ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি শীর্ষক কিক-অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) সকাল ১০টায় বরিশাল ক্লাবের গোলাম মাওলা কনভেনশন হলে আত্ম সাহায্য কর্মসূচির আয়োজনে এ মিটিং অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান। বক্তারা আরো বলেন, স্থায়ী উন্নয়নের মতো উদ্যোগ সমাজে বৈষম্য দূর করতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।রাষ্ট্রের দেয়া মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা তো আমাদের সমাজের বাহিরের কেউ নয়, এরা কারও না কারও পরিবারের সদস্য- সন্তান। এদেরকে হিজড়া বলে দূরে ঠেলে না দিয়ে শিক্ষিত নাগরিক হওয়ার সুযোগ দেয়া উচিত। যার মাধ্যমে তারা নিজেদেরকে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে পারে এবং নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি হুমায়ুন কবির, বরিশাল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক এম জসিম উদ্দীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পম্পা রানী মজুমদার।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম, বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম মোফাজ্জেল হোসেন, বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, সাংবাদিক শাওন খান, ইমরান সিকদার সালাউদ্দিন, পারভেজ রাসেল প্রমুখ।এসএইচপির প্রোজেক্ট ম্যানেজার মর্তুজা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্ম সাহায্য কর্মসূচির নির্বাহী পরিচালক হোসনে আরা হক, প্রকল্পের একাউটেন্ট কর্মকর্তা বাহাউদ্দিন আহমেদ, প্রকল্প কর্মকর্তা রিপন।অনুষ্ঠানে হিজড়া প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতা, মানবাধিকার কর্মী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।উল্লেখ্য, আত্ম-সহায়তা কর্মসূচি প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রি প্রেস আনলিমিটেড এর সহায়তায় এবং অজঞওঈখঊ ১৯-এর তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT