মেহেন্দিগঞ্জে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ভাংচুর  মেহেন্দিগঞ্জে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ভাংচুর  - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ভাংচুর 

4:01 pm , June 28, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের মাঝ কাজীর চরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়। তাদের নামোল্লেখ করে থানায় মামলা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : নোমান সিকদার, সাদ্দাম খান, শাহিন খান, শাহাবুদ্দীন মৃধা, রনি মুন্সি, বাহাউদ্দীন দেওয়ান, ফারুক রাঢ়ী, মিরাজ, সাইফুল ইসলাম, মমিন ও মান্নান। এরা সবাই উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দীন দীপেনের লোক হিসেবে পরিচিত। একাধিক বিএনপি নেতা জানান, স্থানীয় পর্যায়ে দলীয় কোন্দল রয়েছে। এর জের ধরে একটি পক্ষ এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা গিয়াস উদ্দীন দীপেন বলেন, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ ধরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT