3:58 pm , June 28, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে রাস্তা ভেঙ্গে বড় বড় গর্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর-ধাবড়ী রাস্তাটি জোয়ারের পানিতে ভেঙে বড় বড় গর্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সাধারণ মানষ ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
দশম শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার, চতুর্থ শ্রেণির উম্মে হানি, শিক্ষক হাবিবুল্লাহ ফকির, স্থানীয় বাসিন্দা হাফেজ রুহুল আমিন বলেন, সড়কটি সংষ্কার না করায় এখন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ। কারণ ছোট ছোট ছেলে-মেয়েরা এ গর্তে পড়ে যেতে পারে এই ভয়ে তারা স্কুলে যায়না।
এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ জানান, বিষয়টি তার জানা আছে। বরাদ্দ আসলেই সংস্কারের উদ্যোগ নেয়া হবে।