আজ কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সম্মেলন আজ কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সম্মেলন - ajkerparibartan.com
আজ কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সম্মেলন

4:58 pm , June 27, 2025

কাউখালী প্রতিবেদক ॥  কাউখালীতে দীর্ঘ ১৬ বছর পর উপজেলার পাঁচটি ইউনিয়নে বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে। আজ সকাল দশটায় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কাউখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে  শিয়ালকাঠী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি হস্তান্তর করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক শাহ আলম সেপাই, সাংগঠনিক সম্পাদক বেলায়েত কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়া ২৯ জুন চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়ন, ৩০ জুন সয়না রঘুনাথপুর ইউনিয়ন, ১ জুলাই আমড়াজুড়ি ইউনিয়ন ও ২ জুলাই কাউখালী সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির ও উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, আমরা এতদিন স্বৈরাচারী সরকারের হামলা-মামলার কারণে কাউন্সিল করতে পারিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT