4:56 pm , June 27, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব -১৫ সাঁতার ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণ গতকাল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়। পিরোজপুরের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সাখাওয়াত হোসেন । সাঁতার ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন হয় গত ১৩ মে ২০২৫ তারিখ। পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২জন শিক্ষার্থী সাঁতার এবং ৪১ জন শিক্ষার্থী এ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশ নেয়। সমাপনী অনুষ্ঠান স্বাগত বক্তব্যে পিরোজপুরের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে আমরা পিরোজপুরের তৃণমূল হতে প্রতিভা বের করে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চাই। ইতোমধ্যে আমাদের বেশকিছু সাঁতারু খুলনা ট্যালেন্ট হান্টে ইয়েস কার্ড পেয়েছি। জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্যের সাথে অংশ নিয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে ডিভাইস আসক্তি হতে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। সাঁতার প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করেন জাতীয় কোচ যতীন্দ্রনাথ বিশ্বাস এবং এ্যাথলেটিক্স প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত এ্যাথলেট মো: খোকন, নরোত্তম ও মো: সাইফুল্লাহ ।