হিজলায় ঝন্টু বেপারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন  হিজলায় ঝন্টু বেপারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন  - ajkerparibartan.com
হিজলায় ঝন্টু বেপারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

4:53 pm , June 27, 2025

হিজলা প্রতিবেদক ॥ হিজলার ভূমিদস্যু ঝন্টু বেপারী  এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টায়  উপজেলা পরিষদ চত্বর  মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রভাব খাটিয়ে জোর করে জমি দখল, হুমকি প্রদান, অবৈধ কার্যকলাপ করে শূন্য থেকে বনে যান কোটিপতি। ছিলেন আন্ত:জেলা ডাকাত দলের সর্দার। তার প্রভাবে এলাকাবাসী মুখ খুলতে ভয় পেতো।
এলাকাবাসী জানান, হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় ঝন্টু বেপারী ও তার সহযোগিরা দীর্ঘ দিন ধরে জোরপূর্বক জমি দলখ,অবৈধ কার্যকলাপ সহ নানা অপকর্ম করে আসছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুললে খুন করার হুমকি সহ তাদের শারীরিক নির্যাতনের মাধ্যমে এলাকা ছাড়া করতো । জমির দলিল, খাজনা, মিউটেশন থাকার পরেও নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখল করে হয়রানি করে আসছে এই ভূমিদস্যুরা।
তাদের বিরুদ্ধে হিজলা থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। এই মামলাবাজ ঝন্টু বেপারী ও তার সহযোগীদের হাত থেকে নিরীহ মানুষ  মুক্তি চায়। এক ভুক্তভোগি বলেন, ‘আমি প্রায় ৪০বছর আগে একটি জমি ক্রয় করি।  আমার দলিল, রেকর্ড থাকার পরেও জমির উপর ঝন্টু বেপারী ও তার সহযোগিরা অনেক বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছে। আমাদের জমি বুঝিয়ে দিচ্ছে না। তারা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস করে না। আমি জমির কাছে গেলে আমাকে খুন করার হুমকি প্রদান করে ঝন্টু বেপারী।
একই অভিযোগ করেন খুন্না গোবিন্দপুর এলাকার খালেক চৌকিদার,খলিল মোল্লা, রওশন আরা, মাস্টার আইয়ুব আলী, সরকারি চাকুরীজীবি সেলিম মিয়া, শহিদ আকন, তোফাজ্জল মাষ্টার, মিঠু হাওলাদার, আবুবকর, অডিটর আব্দুল মালেক দেওয়ান, মজিবর মাষ্টার শাহেদ সহ অনেকে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT