দেশের মানুষ এখন পরিবর্তন চায় – বাবর  দেশের মানুষ এখন পরিবর্তন চায় - বাবর  - ajkerparibartan.com
দেশের মানুষ এখন পরিবর্তন চায় – বাবর 

4:52 pm , June 27, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম-এর মুক্তি, দলীয় নিবন্ধন পুনরুদ্ধার এবং নির্বাচনী প্রতীক ফিরে পাওয়ায় শুকরিয়া আদায়ে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় কলেজ গেট এলাকায় শোকরানা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগর আমীর ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

তিনি বলেন, জেল-জুলুম, হত্যা ও মিথ্যা মামলা দিয়ে কোনো আদর্শিক আন্দোলনকে দমন করা যায় না। জামায়াতে ইসলামীর দীর্ঘ সংগ্রামী ইতিহাসই তার প্রকৃষ্ট প্রমাণ। এটিএম আজহারুল ইসলাম সাহেবের মুক্তি ও দলের প্রতীক ফিরে পাওয়া হচ্ছে সত্যের বিজয়। যারা স্বৈরশাসন কায়েম করে নির্যাতন চালিয়েছে, আল্লাহর হুকুমেই তাদের পতন হয়েছে এবং ভবিষ্যতেও হবে ইনশাল্লাহ।

তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, ইনসাফভিত্তিক শাসন চায়। জামায়াতে ইসলামী একটি মানবিক দল। আমাদের আমীর ডা. শফিকুর রহমান একজন আল্লাহভীরু, প্রজ্ঞাবান ও মানবিক নেতা। তাঁর নেতৃত্বেই এ জাতি একটি কল্যাণরাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে। যারা দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির ঘূর্ণাবর্তে নিক্ষেপ করেছে, জনগণ তাদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর অধ্যাপক মাওলানা রুহুল আমীন শিকদার, উপজেলা  কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা রুহুল আমীন, মাওলানা হাসান আলী, মাওলানা আতাহার আলী, মাওলানা মোস্তাফিজুর রহমান, সৈয়দ আলী হোসেন লাভলু, সৈয়দ আলতাফ হোসেন, হাফেজ আব্দুল করিম, রুহুল আমীন আল আমিন, মাস্টার ওমর ফারুক, মাওলানা হারুন অর রশীদ মামুন, হাফেজ মাওলানা এরশাদ হোসাইন, মাওলানা ইদ্রিস হাসান, মাস্টার জাকির হোসেন, মাস্টার রফিকুল ইসলাম রানা, ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ আব্দুস সবুর, উপজেলা ছাত্রশিবির সভাপতি সৌরভ সরদার, ইউসুফ আলী ও কামাল হোসেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল কলেজ গেট থেকে শুরু হয়ে বাবুগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টিল ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT