4:49 pm , June 27, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধসহ দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৫ জন। শুক্রবার (২৭ জুন) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এই তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন, বরগুনার বেতাগী উপজেলার আ. করিম (৫০) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইউসুফ খন্দকার (৭২)। একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, “চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।”স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪,৩০৫ জন, চিকিৎসাধীন ৪৩৫ জন এবং মৃত্যু হয়েছে মোট ১১ জনের। এর মধ্যে বরগুনা জেলায় আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। এ জেলায় আক্রান্ত ২,৬৩২ জন এবং মৃত ৬ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।