কলাপাড়ায় নিজের পাতা জালে আটকে যুবকের মৃত্যু কলাপাড়ায় নিজের পাতা জালে আটকে যুবকের মৃত্যু - ajkerparibartan.com
কলাপাড়ায় নিজের পাতা জালে আটকে যুবকের মৃত্যু

4:47 pm , June 27, 2025

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় নিজের মাছের ঘেরে পাতা জালে আটকে রাসেল হাওলাদার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে টিয়াখালী ইউনিয়নের  রজপাড়া গ্রামে বেড়িবাঁধের বাইরে এ ঘটনা ঘটে। রাসেল হাওলাদার কলাপাড়া উপজেলা সীমানা ঘেঁষা আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।
মৃতের বোন জামাই মো. শাহজালাল জানান, কয়েক দিনের বৃষ্টিতে ঘেরে অতিরিক্ত পানি জমে গেছে। পানি নিষ্কাশনের জন্য কালভার্টের গেট খুলে রাসেল পানি নামাচ্ছিলেন। নদীতে জোয়ার আসলে গেট বন্ধ করতে গিয়ে পা পিছলে পড়ে কালভার্টের মধ্যে ঢুকে বাইরের জালে জড়িয়ে যায়। এ সময় ঘটনাস্থলে কেউ ছিলেন না। কিছুক্ষণ পরে স্থানীয়রা জাল ছিড়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল দুই সন্তানের জনক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT