বরিশালে ৫ মাসে মাদক মামলা ৩৪৮টি বরিশালে ৫ মাসে মাদক মামলা ৩৪৮টি - ajkerparibartan.com
বরিশালে ৫ মাসে মাদক মামলা ৩৪৮টি

4:18 pm , June 26, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শরিফ উদ্দীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় এর অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু।
শুরুতে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধ বিষয়ের উপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। সভায় জানানো হয় জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট ৮৯৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। মোট মামলার সংখ্যা ৩৪৮।   আসামির সংখ্যা ৩৬৭ জন। ভ্রাম্যমান আদালতে মামলার সংখ্যা ২৮০। নিয়মিত মামলার সংখ্যা ৬৮টি। একই সময় ৫৪ হাজার টাকা আদায় করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT