4:17 pm , June 26, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ কেডিসি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি বন্ধে জেলা প্রসাশক বরাবর লিখিত আবেদন দেয়ার এক মাস পার হলেও এখনও রমরমা ব্যাবসা চলছে বলে জানিয়েছে এলাকাবাসী। এ মাসের মধ্যে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেয়া হলেও কোন দৃশ্যমান ব্যাবস্থা নেয়া হয়নি বলে জানান তারা। তাই এখনও প্রকাশ্যে মাদক বিক্রি করছে নিলুফা, শামিম ফরাজি, আসমা, নাজু ফরাজী, সাইদুল, রুবেল, লিটন, এ্যাপেল, মোঃ মানিক, পারুল, ফরহাদ সহ কেডিসির চিহ্নিত মাদক বিক্রেতারা।
প্রকাশ্যে মাদক বিক্রির ফলে শান্তিপূর্ণ পরিবেশ এখন অশান্ত হয়ে উঠেছে। এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়–য়া কোমলমতি ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। বর্ণিত বিষয়টি জরুরী ভিত্তিতে সমাধান করা অতীব জরুরী বলে আবারো আবেদন জানিয়েছে এলাকাবাসী।