ভর্তুকি মূল্যে বিপুল চাল-আটা বিক্রীর পরেও অস্থির বাজার ভর্তুকি মূল্যে বিপুল চাল-আটা বিক্রীর পরেও অস্থির বাজার - ajkerparibartan.com
ভর্তুকি মূল্যে বিপুল চাল-আটা বিক্রীর পরেও অস্থির বাজার

4:16 pm , June 26, 2025

বিশেষ প্রতিবেদক ॥ গত কয়েক মাসে সরকারি খাদ্য গুদাম থেকে স্বল্পমূল্যে প্রায় ৪৭ হাজার টন চাল ও আটা খোলা বাজারে বিক্রীর পরেও বরিশালে এসব খাদ্য পণ্যের মূল্য নিয়ন্ত্রনে আসেনি। বাজার পর্যবেক্ষকরা সরকারের ওএমএস কার্যক্রমকে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়ার তাগিদ দেয়ার পাশাপাশি আরো নিবিড়ভাবে নিয়মিত বাজার পর্যবেক্ষন সহ যেকোন উপায়ে বাজার সরকারের নিয়ন্ত্রনে রাখার ওপর গুর”ত্বারোপ করেছেন ।
সরকার বিভিন্ন কর্মসূচী ছাড়াও ওএমএস’এর আওতায় খোলা বাজারে অনেকটাই ভর্তুকি মূল্যে চালের সাথে আটা বিক্রী করায় গতমাসে মূল্য কিছুটা হ্রাস পেলেও চলতি মাসের মধ্যভাগ থেকে তা আবার পূর্বের উদ্বেগজনক অবস্থানে পৌছেছে। অথচ এখনো প্রতিদিন বরিশাল মহানগরীতে ১০টি ট্রাক সহ ৩০জন ডিলার ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা দরে আটা বিক্রী করছেন। বরিশাল অঞ্চলে ৫৬ জন ডিলারের মাধ্যমে ৫৬ টন চাল ও ৯৩ টন আটা বিক্রী করা হচ্ছে প্রতিদিন। গত কয়েকমাসে বরিশাল অঞ্চলে পায় ১৯ হাজার টন চাল ও ১০ হাজার টন আটা বিক্রী করা হয়েছে।
এর বাইরে টিসিবির প্রায় ৪ লাখ কার্ডধারী পরিবার প্রতিমাসে ৫ কেজি করে চাল পাচ্ছেন। গত ৬মাসে টিসিবির কার্ডধারীরা ১১,৩৭৫ টন চাল পেয়েছেন ৩০ টাকা কেজি দরে। ওএমএস ও টিসিবি কার্ডধারীদের জন্য চাল ও আটা বিক্রী অব্যাহত রয়েছে।
এর বাইরে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায়  গত সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল মাসে আরো প্রায় ৫ লাখ পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে প্রায় ৮ হাজার টন চাল বিক্রী করা হয়েছে।
পাশাপাশি জেলেদের জন্য  সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় গত অক্টোবরে ইলিশ প্রজননকালে ২২ দিনের নিষেধাজ্ঞার সময় গত দু’মাসে সাগরে ৬৫দিন মৎস্য আহরণে নিষেধাজ্ঞা এবং গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণে নিষেধাজ্ঞাকালীন সময়ে বরিশাল অঞ্চলের প্রায় ৪ লাখ জেলে পরিবারের মাঝে প্রায় ২০ হাজার টনের মত চাল বিনামূল্যে বিতরণ করা হয়।
কিন্তু এতসব কর্মসূচীর পরেও চালের বাজার নিয়ন্ত্রনে না আসায় সাধারন মানুষের দুর্ভোগ এখন অনেকটাই বর্ণনার বাইরে। প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালে এখন মোটা চালের কেজি ৫০ টাকার ওপরে। ব্রি-২৮ নামের মধ্য-ভালমানের চালের কেজি প্রায় ৬৫ টাকা। মিনিকেট চালের কেজি ৮৫ টাকা। বরিশাল অঞ্চলের  চালের বাজার সাধারণের নাগালের বাইরে। সে ক্ষেত্রে গতমাসে চালের দামের কিছুটা নি¤œগতি জনমনে যে স্বস্তি এনেছিল, তা ইতোমধ্যে বিড়ম্বনা তৈরী করেছে।
কিন্তু সরকারি নানা ধরণের খাদ্য কর্মসূচীর আওতায় স্বল্প মূল্যে ও নামমাত্র মূল্যে চাল বিক্রী কার্যক্রমও কেন বাজারের অস্থিরতাকে নিয়ন্ত্রনে রাখতে পারছে না, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT