4:16 pm , June 26, 2025

ক্ষতিগ্রস্থ দোকানির কাছে চাঁদা দাবি করায়
নিজস্ব প্রতিবেদক ॥ ভাড়াটিয়ার আগুনে পোড়া ব্যবসা প্রতিষ্ঠানের জামানত ও মালামাল আত্মসাৎ করা সহ প্রায় দেড় কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে হওয়া মামলায় রুপাতলীর নগর প্লাজা মার্কেটের স্বত্বাধিকারী আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রুপাতলী হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নগর প্লাজা মার্কেটে গত ২৫ এপ্রিল আগুনে পুরে যাওয়া ‘আপন লাইভ ব্রেড এন্ড ফাস্টফুড’ এর মালিক মো. আক্তার হোসেন সিকদার বাদি হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরনে জানাযায়, গত বছরের নভেম্বর মাসে মাসিক ২০ হাজার টাকা ভাড়া এবং ৮ লক্ষ টাকা জামানত দিয়ে ৩ বছরের জন্য দোকান ভাড়া নেন বাদী। এর পরে এই ঠিকানায় ট্রেড লাইসেন্স করে ব্যবসা শুরু করেন। কিছুদিন পর বিভিন্ন লাইসেন্স, অনুমোদন, ছাড়পত্র ও ব্যসায়িক আইনী প্রয়োজনে মার্কেটের স্বত্বাধিকারী আব্দুল মান্নানের কাছে নগর প্লাজা মার্কেটের প্লান চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। বাদীর সন্দেহ হলে খোজ নিয়ে জানতে পারেন মার্কেটের কোন অনুমোদিত বৈধ প্লান নেই। এর পর থেকে চুক্তি না মেনে ‘আপন লাইভ ব্রেড এন্ড ফাস্টফুড’ প্রতিষ্ঠানটি বন্ধ করার চেষ্টা শুরু করে আব্দুল মান্নান। এরই ধারাবাহিকতায় গত ২৫ এপ্রিল মধ্যরাতে মার্কেটে ব্যাবহৃত নিম্মমানের বৈদুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে বাদীর সহ আরো ২/৩ টি স্টল পুরে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে এবং এ বিষয়ে কোতয়ালী থানায় সাধারন ডায়েরী করে বাদী। প্লান বাহির্ভূত ভাবে নির্মিত মার্কেটের নিম্মমানের বৈদ্যুতিক সরঞ্জামের কারনে আগুন লাগার বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে এরপর উঠে পরে লাগে আব্দুল মান্নান। অভিযোগ তোলায় প্রতিষ্ঠানের মালিকের জামানতের ৮ লাখ টাকা আত্বসাতের পায়তারা শুরু করে সে। চুক্তিপত্র থাকার পরেও দোকানে প্রবেশ করতে আসলে আব্দুল মান্নান দোকানে তালা মেরে রাখে। এক পর্যায়ে গত মাসের ৩০ তারিখ মামলার স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাবসা প্রতিষ্ঠানে যায় বাদী। তিনি দোকানে থাকা ড্যাগ, ওভেন, মিকচার মেশিন, খাবার তৈরির কাচামাল সহ মোট ১৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মালামাল বুঝে নিতে চান এবং আব্দুল মান্নানকে সহযোগীতা করার অনুরোধ করেন। কিন্তু আব্দুল মান্নান দোকান বুঝিয়ে দেয়াতো দুরের কথা উল্টো তার ওপরে চড়াও হয়। এসময় তিনি তার সাথে থাকা সন্ত্রাসীদের নিয়ে বাদীর জামানতের টাকা সহ কোন মালামাল ফেরত দেবেনা বলে জানায়। শুদু তাই নয়, তিনি উল্টে বাদীর কাছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা চাদা দাবী করে। এ নিয়ে বারাবারি করলে দোকান ঝালাই করে আটকে দেবে বলে জানায়। একই সাথে ব্যাবাসয়ীকে মামলা দিয়ে জেল খাটানো সহ প্রান নাশের হুমকি দেয় আব্দুল মান্নান।
মার্কেটের একাধিক ব্যাবসায় অভিযোগে জানায়, নগর প্লাজা মার্কেটের স্বত্বাধিকারী আব্দুল মান্নান একজন মামলাবাজ লোক। এর আগেও মার্কেট সহ আশপাশের একাধিক ব্যাবসায়ীকে তিনি একের পর এক মামলা দিয়ে হয়রানী করেছে।